বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিকেলের নাস্তায় ঘরেই তৈরি করুন বিফ কাবাব 

প্রকাশিত: ২৯ জুন ২০২২ ১৪ ০২ ০১  

বিকেলের-নাস্তায়-ঘরেই-তৈরি-করুন বিফ-কাবাব 

বিকেলের-নাস্তায়-ঘরেই-তৈরি-করুন বিফ-কাবাব 

কাবাব খেতে কে না ভালোবাসেন! আর তা যদি হয় বিফ কাবাব তাহলে তো কথাই নেই। কাবাবপ্রেমীদের কাছে বিফ কাবাব অনেক পছন্দের একটি খাবার। গরুর মাংস দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের কাবাব। একেকটির একেক নাম, তৈরির প্রক্রিয়াও আলাদা। সাধারণত পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সঙ্গে খাওয়া হয় বিফ কাবাব। আজ চলুন জেনে নেয়া যাক বিফ কাবাব তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ: গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ কুচি বেরেস্তা তিন চা চামচ, আদা কুচি এক  চা চামচ, শুকনা মরিচ এক চা চামচ, দারুচিনি দুই টুকরা, এলাচ তিনটি, হলুদ গুঁড়া এক চা চামচ, টালা জিরা গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, পাউরুটি তিন টুকরা, ডিম একটি, তেল আধা কাপ।

প্রণালী: একটি হাঁড়িতে মাংস ও বাকি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস সিদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। পাউরুটি ভিজিয়ে পানি ঝরিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিন। লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা আর ডিম দিয়ে ভালোভাবে মেখে কাবাবের আকৃতিতে গড়ে নিন। এরপর ডুবোতেলে ভেজেগরম গরম পরিবেশন করুন মজাদার বিফ কাবাব।

Provaati
    দৈনিক প্রভাতী